মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারি জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. আমিনুল ইসলাম প্রকাশ রয়েল (৩৮)।
রোববার (৮ অক্টোবর) আখাউড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এস. আই মো. মোবারক আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় মনিয়ন্দ এলাকার নোয়ামোড়া- গোপীনাথপুর সড়ক থেকে মো. আমিনুল ইসলামকে আটক করে তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম জানান, আমিনুলের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও দু'টি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে।
রোববার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য