-->
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট মাঠে

‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে দেখুন: নায়িকা নিপুণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে দেখুন: নায়িকা নিপুণ
ছবি: ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে নিপুণ, পাশে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শারীরিক প্রতিবন্ধীদের চার বিভাগীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট।

 

শনিবার (১৪ অক্টোবর) সকালে শুরু হওয়া এ টুর্নামেন্ট দেখতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়িকা নাসরিন আক্তার নিপুণ এলেন হেলিকপ্টারে চড়ে। নামলেন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে।

 

নিপুণ শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ক্রিকেট দলের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর। খেলা শুরুর আগে স্টেডিয়ামে দাঁড়িয়ে নায়িকা নিপুণ ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

 

তিনি বলেন, এটি শুধু একটি সিনেমা নয়। এতে উঠে এসেছে বাংলার ইতিহাস। বাংলার যে একটি কালো অধ্যায় আছে সেটিও আপনারা জানতে পারবেন। একজন মুজিব কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেটাও উঠে এসেছে। তাই সবাই হলে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি সিনেমাটি দেখে আসুন।’

 

নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। টুর্নামেন্টটির আয়োজন করেছে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন।

 

মোট চারটি বিভাগ এতে অংশ নিচ্ছে ৪৫ জন শারীরিক প্রতিবন্ধী। রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version