-->
চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার

ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খলিলুর রহমান খলিল (৪০) নামে এক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪। বুধবার রাতে লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান খলিল (৪০) উপজেলার চর ষোলহাসিয়া (কড়ই তলা) এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

 

ময়মনসিংহ র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০০৯ সালের ২২ জানুয়ারি চুরির ঘটনার জের ধরে খলিল ও তার আত্মীয়স্বজন ষোলহাসিয়া গ্রামর জুয়েলের ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

এ ঘটনায় নিহতের মা রিনা গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৮ আগস্ট আদালত ওই মামলায় খলিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বুধবার রাতে লক্ষ্মীপুরের সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

 

আসামিকে আদালতে সোপর্দ করার জন্য গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version