কসবায় ৪ মণ গাঁজাসহ ৩ কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় ৪ মণ গাঁজাসহ ৩ কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ মণ গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৬ টার দিকে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের সৈয়দাবাদ তিন রাস্তা মোড় এলাকায় কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. জিয়াউর রহমান জিয়া (৩৮) জেলার কসবা উপজেলার খাড়ের ইউপির দেলি উত্তরপাড়া এলাকার খেলু মিয়ার ছেলে, একই উপজেলার আড়াইবাড়ি এলাকার মো. রাশেদ আলমের ছেলে মো. শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী এলাকার মো. আলমগীরের ছেলে মো. উজ্জ্বল প্রকাশ মহারাজ (৩৬)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের সৈয়দাবাদ তিন রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

 

পরে তাদের ব্যবহৃত হলুদ রংয়ের ভাই-ভাই ট্রান্সপোর্ট নামক কাভার্ডভ্যান তল্লাশি করে ১৬০ কেজি (৪মণ) গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য