-->
শিরোনাম
জাতীয় যুব দিবস পালিত

বেকারদের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি
বেকারদের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে যুব দিবসের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

উদ্বোধন শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে স্থানীয় নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নুর প্রমুখ।

 

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২২ জন বেকার যুবক-যুবতীর মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক, সনদ ও বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version