-->
শিরোনাম

আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষক
দিনাজপুরের বিরামপুরে সোনালি আমন ধান দোল খাচ্ছে মাঠজুড়ে

দিনাজপুর বিরামপুরে এবার আমন ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালি আমন ধান দোলা খাচ্ছে মাঠজুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষক। ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক ও শ্রমিক।

 

এ বছর বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতা কাটিয়ে সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকসহ শ্রমিকরা। উপজেলা কৃষি বিভাগ বলছে, গত বছরের চেয়ে এবার ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলায় আবাদযোগ্য ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এবার ভালো ফলন হওয়ায় দারুণ খুশি উপজেলার কৃষকরা।

 

তাদের ভাষ্যমতে, এবার জমিতে আমন ধানের ভালো ফলন হয়েছে। যদিও মৌসুমে পানির সমস্যা, খরা ও সারের দাম বেশি হওয়ায় ভুগতে হয়েছে কৃষকদের। এবার আমনে ভালো ফলন হয়েছে। আশানুরূপ ধানের দাম পেলে আরও বেশি খুশি হবেন কৃষক।

 

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, রোদের আলোয় ঝলমল করছে কৃষকের সোনালি আমন ধান। বেশির ভাগ ধান পাকতে শুরু করেছে। আবার কিছু ধান কাঁচাও রয়েছে। আবার মাঠে ধান কাটাও শুরু করে দিয়েছে কৃষক। মাঠে মাঠে আমন ধান কাটার যেন আনন্দ উৎসব শুরু হয়ে গেছে কৃষকদের মাঝে। আগামী দুই থেকে তিন সপ্তাহ ধরে টানা এভাবে ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করবেন কৃষক পরিবার।

 

উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের কৃষক আব্দুস সালাম জানান, এবার জমিতে আমন ধানের ফসল অনেক ভালো হয়েছে। তবে জমি তৈরিতে অনেক পরিশ্রম করেছি, সময়মতো বৃষ্টি না হওয়ায় পানির সংকট ছিল। সারের দামও এবার একটু বেশি ছিল। তারপরও আবহাওয়া অনুক‚লে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারের ফলন ভালো হওয়ায় খুব ভালো লাগছে। ধানের দামটা ভালো পেলে আরও খুশি হবো।

 

উপজেলার খানপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ জানান, ক্ষেত লাগানোর সময় পানির সমস্যায় পড়েছিলমা। আল্লাহর রহমতে বৃষ্টি ও আবহাওয়া ভালো হওয়ায় এবার সবারই আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান পাকতে শুরু করেছে। আমরা অনেকেই কাটতে শুরু করেছি। সব জিনিসের দাম বেশি হওয়ায় শ্রমিকের মজুরিও বেশি তাই। নিজে ও ছেলেদের নিয়ে ধান কাটতে শুরু করেছি। না পারলে শ্রমিক নিব। এবার এমন ফসলে সত্যিই আমরা খুশি।

 

ধান পাকতে শুরু করেছে। এখন পর্যন্ত ২৫ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে বলে জানিয়ে কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, আবহাওয়া অনুক‚লে থাকায় উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনেক কৃষক ধান কাটতেও শুরু করে দিয়েছে। সামনে প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর কৃষকরা তাদের ঘরে বাম্পার ফলন তুলবেন।

 

চলতি বছর ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। আমনে রোগবালাই অনেকাংশে কম থাকায় আমনের বাম্পার ফলনে আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version