-->
শিরোনাম

বগুড়ায় অটোরিকশা পুড়িয়ে দিল অবরোধকারীরা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অটোরিকশা পুড়িয়ে দিল অবরোধকারীরা

বগুড়ায় তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে পেট্রলবোমা দিয়ে অটোরিকশা পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। পরে জামায়াত কর্মীদের হঠাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।

 

বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় মহাসড়কের ঝোপগাড়ি নামক স্থানে বুধবার সকাল ১১টায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় অটোরিকশা ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।

 

বগুড়া সদর উপজেলা শহরদিঘী গ্রামের রফিকুল ইসলামের কিস্তিতে কেনা অটোরিকশাটি ছিল তার আয়-উপার্জনের একমাত্র সম্বল। ঘটনাস্থলে এই কথা বলে তিনি কান্নাকাটি করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা থাকলেও মহাসড়ক, আঞ্চলিক সড়কগুলো ছিল প্রায় যানবাহন শূন্য।

এদিকে বুধবার সকালে অবরোধের সমর্থনে মহাসড়কের সাবগ্রাম, বাঘোপাড়া বন্দরে অবরোধের সমর্থনে জামায়াত কর্মীরা অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুঁড়ে তাদের স্থান ত্যাগ করতে বাধ্য করে।

 

এ ছাড়া অবরোধের সমর্থনে মহাসড়কের বনানী, সাজাপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version