বিএনপি-জামায়াতের নৃশংসতার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি
বিএনপি-জামায়াতের নৃশংসতার প্রতিবাদে মানববন্ধন

‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ নারীসমাজ ব্যানারে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসাঞো মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা।

 

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অন্তরা খীসা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশরী মারমা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান শুচি, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা প্রমুখ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য