ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ কর্মচারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ কর্মচারীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের চার মাথার মোড়ে আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী সাইফুল ইসলাম (৫০) মারা গেছেন।

 

বৃহস্পতিবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা। এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের এলপিজি পাম্পে বিস্ফোরণ হলে আগুনে দগ্ধ হয়ে শরীরের প্রায় সব অংশই পুড়ে যায় সাইফুলের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ সময় স্থানীয়রা তাকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার অবস্থা আরও আশঙ্কাজনক হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

 

ওসি শাহিনুর রহমান বলেন, গ্যাস স্টেশনে দগ্ধ হওয়া কর্মচারী সাইফুল আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অগ্নিকান্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য