ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ

প্রধানমন্ত্রী হাসিনার উন্নয়ন প্রচার, সায়মা ওয়াজেদ পুতুলের অর্জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে শহরের মুক্তির সোপানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজিত শান্তি সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ড. জান্নাত আরা হেনরী।

 

উন্নয়ন ও শান্তি সমাবেশে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ পিয়াস, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য জিহাদ আল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

 

এ সময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির সোপান বাজার স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য