ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সভা শনিবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার আহবায়ক অধ্যাপক ড. আবদুল বাছির।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিএসসির সাবেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী, পিপিএম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ও জি টেক সলিউশিন লিমিটেডের উপদেষ্টা জাফর উল্লাহ খান, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী বিপিএম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ড. তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব জগদীশ চন্দ্র দেবনাথ, লিরিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মিয়া মোহাম্মদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. আবদুল বাছিরকে সভাপতি ও মিয়া মোহাম্মদ সেলিম (চায়না সেলিম) কে সাধারণ সম্পাদক ও এ এস এম লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও সভায় গঠনতন্ত্র অনুমোদন ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/নি
মন্তব্য