-->

বসতঘর রক্ষায় সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বসতঘর রক্ষায় সংবাদ সম্মেলন
ক্যাপশন : সংবাদ সম্মেলনে মাসহ প্রতিবন্ধী দুইভাই

সীতাকুণ্ডে ভূমিদস্যুদের ষড়যন্ত্রে বসতভিটা হারিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধা মাসহ প্রতিবন্ধী দুই ভাই। সোমবার সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব হলরুমে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ জোড়ামতল এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়। বৃদ্ধা মা রোকেয়া বেগমকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধী দুই ভাই দাউদ হোসেন ও আমজাদ হোসেন এ সংবাদ সম্মেলন করেন।

 

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, তাদের পিতা ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ২০০৬ সালে মৃত্যুবরণ করলে ২০১৭ সালে চাচা মছিউদ্দৌলা ও মো. মহসিন জাল দলিল তৈরি করে নালিশি সম্পত্তি আত্মসাৎ করেন। তারা এলাকার ভূমিদস্যু নওয়াব আলীর ছেলে সুজায়েত আলী চৌধুরী, ফরিদ আহাম্মদের ছেলে মীর ইউসুফ ও মফিজুর রহমানের ছেলে জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে জোড়ামতলের বাড়িসহ চট্টগ্রাম নগরের খুলশীর বাড়িটি দখল করে নেয়। এক পর্যায়ে ভূমিদস্যুরা প্রতিবন্ধী দুইভাই ও তাদের বৃদ্ধা মা রোকেয়া বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে ঢাকার একটি অজ্ঞাত বাড়িতে আটকে রাখেন। সেখান থেকে কোনো প্রকারে পালিয়ে এসে স্থানীয় ৮নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমদের কাছে আশ্রয় নেন বলে সাংবাদিকদের জানান দাউদ ও আমজাদ প্রতিবন্ধী দুই ভাই।

 

পরবর্তীতে তারা ঘটনাটির সুষ্ঠু বিচার চেয়ে সীতাকুণ্ড ও খুলশী থানায় বর্ণিত ভূমিদস্যুদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগও দায়ের করেন। সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা সহ ভূমিদস্যুদের কবল থেকে সহায় সম্পত্তি রক্ষায় নিরীহ প্রতিবন্ধী পরিবারটি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version