ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিহত হন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক (৩২)।
খাঁতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থল থেকে ট্রাকটি আমাদের হেফাজতে নিয়েছি, তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য