দীর্ঘদিন পর ভোলায় শুরু হয়েছে শিশুমেলা ও শিল্পপণ্য প্রদর্শনী। মাসব্যাপী শিশুদের জন্য এমন আয়োজন করায় বিনোদনের সুযোগ পাবেন কোমলমতী শিশুরা। শনিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার এ মেলার উদ্বোধন করেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। শুরুতেই নান্দনিক স্থাপনা, মনোরম পরিবেশ আর শিল্পপণ্য প্রদর্শনী মুগ্ধ করছে দর্শনার্থীদের। শিশুদের রাইডস, আর বিনোদনের ব্যবস্থা থাকায় মেতে উঠছেন তারা। মেলা ঘুরে আধুনিকতার ছোয়া আর যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে দরকার বিনোদনের। কিন্তু সেই বিনোদনের পর্যপ্ত সুবিধা না থাকায় শিশুরা অনেকটা ঘরবন্দি দিন কাটাচ্ছিলেন। বিনোদন বঞ্চিত সেই সব শিশুদের বিনোদন দিতে ভোলা শহরের চরনোয়াবাদ সার্কিট হাউজ সংলগ্ন জেলা পরিষদ ড্রিমল্যান্ড শিশু পার্কে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে শিশুমেলার।
মেলায় থাকছে শিল্পপন্য প্রদর্শনের জন্য ৪০ টি স্টল। এছাড়াও শিশুদের নাগর দোলা, স্লিপার ও ওয়াটার বোর্ডসহ অন্তত ৮টি রাইডস। একদিকে বিনোদন আর অন্যদিকে কেনাকাটায় সুবিধা থাকায় ঢল নেমেছে দর্শনার্থীদের। আর তাই বেশ খুশি দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা ইয়ানা মারজান ও মালিহা মুনতাজ বলেন, অনেকদিন পর মেলার আয়োজন করা হয়েছে। এতে আমরা বেশ খুশি। ছোট ছোট ছেলে মেয়ে ও শিশু কিশোররা আনন্দে মেতে উঠেছেন।
সাংস্কৃতিক কর্মী আবিদুল আলম ও তালহা তালুকদার বাধন বলেন, প্রতি বছর যদি এ ধরনের মেলার আয়োজন করা হয়, তাহলে শিশুরা বিনোদনের সুযোগ পাবে এবং তাদের মানসিক বিকাশ ঘটবে।
এদিকে মেলার শুরুরদিন থেকে দেখা গেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল। অভিভাবকদের সাথে ঘুরতে এসে খুশি কোমলমতি শিশুরাও। তারা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। স্টলগুলোতে বাহারি পন্য কিনছেন ক্রেতারা।
মেলার আয়োজক ভোলা শিশুমেলার ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন জানান, শুধুমাত্র শিশুদের মাঝে বিনোদন ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ বলেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক পোশাকধারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে।
এদিকে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর ইউএনও তৌহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/ সু
মন্তব্য