কক্সবাজারে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুই বন্ধু সঙ্গে নিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক গোলাম মোস্তফা (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনারপাড়া গ্রামের মো. আলীর ছেলে। 

 

 

আজ রোববার সকালে উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার ওসি শামীম হোসাইন। ওসি বলেন, শুক্রবার সকালে গোলাম মোস্তফা মাছ ধরতে ছোট নৌকাযোগে তার দুই বন্ধু মিলে ডেইলপাড়া সংলগ্ন সোনার পাড়া রিসোর্টের বিপরীত দিকে যায়। তিনি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন।

 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া সৈকত এলাকা থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে।

 

এ ব্যাপারে তদন্ত চলছে এবং এই ঘটনার সাথে কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য