-->
শিরোনাম

খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পালিত
পার্বত্য শান্তি চুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা

নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর।

 

আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম থেকে শান্তি চুক্তির বর্ণিল শোভাযাত্রা করে খাগড়াছড়ি জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউটে এসে শেষ হয়।

 

এতে নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির নিরসন হয়েছে। সরকার পর্যায়ক্রমে চুক্তির বাস্তবায়ন করছে।

 

এদিকে জেলার গুইমারায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন প্রধান অতিথি ছিলেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version