-->
শিরোনাম

সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তের আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তের আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

 

রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।

 

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মূল্যবান মালামাল পুড়ে গেছে। 

 

করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক রয়েল বলেন, পাবনা কাশিনাথপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলাম। পথে একটি মশাল মিছিল দেখতে পাই। এজন্য গাড়িটি থামিয়ে দেই। পরে মশাল মিছিলে থাকা লোকজন গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম ভোরের আকাশকে বলেন, পৌরসভার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে সামনের কেবিনটা সম্পূর্ণ পুড়ে গেছে। 

 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ ভোরের আকাশকে বলেন, কাভার্ডভ্যানটি উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় পৌঁছালে অবরোধ সমর্থকদের মশাল মিছিলের সামনে পড়ে। এ সময় অবরোধ সমর্থকরা ইট-পাটকেল ছুড়লে চালক গাড়ি থামিয়ে দেয়। পরে অবরোধ সমর্থকরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। তবে আগুন দেওয়ার ঘটনার সাথে যারা জড়িতদের চিহ্নিত করা চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version