-->

বদলি আতঙ্কে চট্টগ্রামে থানার ওসিরা

মোঃ ইব্রাহিম শেখ, চট্রগ্রাম
বদলি আতঙ্কে চট্টগ্রামে থানার ওসিরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদলের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৬ মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন ওসিদের বদল করে নির্বাচন আয়োজন করবে কমিশন। সেই প্রেক্ষিতে চট্টগ্রাম নগর ও উপজেলার ১০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে।

 

অন্যান্য সময় নিয়মিত বদলি হিসেবে থানার ওসিদের রদবদল করা হলেও এবার শুধু নির্বাচনকে সামনে রেখেই এ বদলি করা হবে। এটি থানাভিত্তিক বা বদলি করে জেলার বাইরেও হতে পারে বলে জানা গেছে।

 

সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ইতোমধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। তবে গত ছয় মাসের বেশি সময় ধরে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এমন ওসি রয়েছেন ৪ থানায়।

 

এ চার থানা হল, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ, বন্দর এবং সদরঘাট থানা। এরমধ্যে বায়েজিদের ওসি হিসেবে আছেন ফেরদৌস জাহান; তিনি ২০২২ সালের ১৩ আগস্ট নতুন ওসি হিসেবে বায়েজিদে বদলি হন। আকবর শাহতে ওয়ালি উদ্দিন আকবর নতুন ওসি হিসেবে আসেন ২০২২ সালের ১৬ মে। বন্দরে চলতি বছরের ১৬ মার্চ নতুন ওসি হিসেবে বদলি হন সঞ্জয় কুমার সিনহা এবং সদরঘাটে গোলাম রাব্বানী আসেন চলতি বছরের ২৪ জানুয়ারিতে। তারা চারজনই দায়িত্বপ্রাপ্ত থানায় ৬ মাসের বেশি সময় ধরে রয়েছেন।

 

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সারাদেশে ওসিদের বদলির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও এ সংক্রান্ত চিঠি পেয়েছি। যে থানায় ৬ মাসের বেশি সময় ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন, তাদের বদলি করা হবে। তবে এখন পর্যন্ত এমন কাউকে বদলি করা হয়নি। কাজ চলেছে।

 

চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ছয় মাসে চট্টগ্রাম উপজেলার ১৭ থানার মধ্যে ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে বাকি ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একই থানায় ৬ মাসের বেশি সময় ধরে দায়িত্বে রয়েছেন।

 

সেই ৬ থানা হল রাউজান, বাঁশখালী, মিরসরাই, স্বন্দ্বীপ, সীতাকুন্ড এবং জোরারগঞ্জ। এরমধ্যে রাউজানের আবদুল্লাহ আল হারুন ২০২০ সালের ১৭ আগস্ট, বাঁশখালীর মো. কামাল উদ্দিন ২০২১ সালের ১৩ অক্টোবর, মিরসরাইয়ের কবির হোসেন ২০২২ সালের ৬ মার্চ, স›দ্বীপের মোহাম্মদ সহিদুল ইসলাম ২০২২ সালের ১৬ আগস্ট, সীতাকুন্ডের তোফায়েল আহমেদ ২০২২ সালের ১৩ অক্টোবর, জোরারগঞ্জের জাহিদ হাসান ২০২২ সালের ৩ ডিসেম্বর অন্যত্র থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি হন।

 

এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, গত (৩০ নভেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করার নির্দেশনা দিয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পৌঁছেছে। ২ ডিসেম্বর (শনিবার) থেকে থানাগুলোর ওসি বদলির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

 

নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি রয়েছেন, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরে মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।

 

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর আগে ও পরে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ভ‚মিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্তমান নির্বাচন কমিশনও শুরুতে বিষয়টি আমলে নিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের কর্ম পরিকল্পনা ঘোষণা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সেখানে তারা সুষ্ঠু নির্বাচনের পথে ১৪টি চ্যালেঞ্জ বা বাধা চিহ্নিত করেন।

 

এর দ্বিতীয়টি ছিল, নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version