-->
শিরোনাম

হরতাল-অবরোধ ও বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
হরতাল-অবরোধ ও বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন
শিবচরের সবজির বাজার। ছবিটি শনিবার তোলা

মাদারীপুরের শিবচর উপজেলায়, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। সেই সাথে সাথে হরতাল-অবরোধ ও বৃষ্টির খড়া লেগেই আছে। বাজারে শীতকালীন সবজির দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, হরতাল-অবরোধ ও বৃষ্টির ফলে নানা অজুহাতে শীতকালীন সবজির বাজারে আগুন দেখা দিয়েছে।

 

সরেজমিনে শিবচর উপজেলার বিভিন্ন হাট বাজারের সবজির দোকানে ঘুরে দেখা যায়, পূর্বের তুলনায় বর্তমান বাজারে কিছুটা হলেও তুলনামূলকভাবে দাম বৃদ্ধি পেয়েছে।

 

ক্রেতা ও বিক্রেতারা জানায়, নতুন শাক সবজির দাম কিছুটা কমলেও বৃহস্পতিবার দিনভর বৃষ্টির কারণে সবজির বাজারে দাম আবারও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন সবজির দাম। আর পেঁয়াজ দাম ১৩০ টাকা থেকে এক লাফে ১৮০ টাকায় পৌঁছেছে।

 

বিক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির কারণ বিভিন্ন দোকান মালিকদের কাছে জানতে চাইলে কেউ কেউ হরতাল-অবরোধ সহ বৃষ্টির অজুহাতের কথা জানায়। কেবল মাত্র কাঁচা সবজিই নয়, বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ আরও অনেক পন্যের দাম। এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। তবে দোকান মালিকরা বলছেন, দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।

 

শিবচর পৌর বাজারের বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান, ‘চলতি সপ্তাহে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়, পুরাতন আলু ৬০ টাকায়, পেঁয়াজ পুরাতন ১৮০ টাকায়, নতুন পেঁয়াজ ১৫০ টাকায়, কাঁচা মরিচ ১০০ টাকায়, পটল ৪০ টাকায়, ফুলকপি ৫০ টাকায়, করলা ৬০ টাকায়, গাজর ৬০ টাকায়, শসা ৪০ টাকায়, রসুন দেশী ২২০ টাকায়, রসুন চায়না ২০০ টাকায়, দেশী শিম ১০০ টাকায়, টমেটো ৮০ টাকায়, বরবটি ৬০-৮০ টাকায়, বেগুন জাত ভেদে ৬০-৮০ টাকায়, পেঁপে ৩০ টাকা দরে বিক্রী করছেন।

 

এছাড়া লাল শাক, পালং শাক, মেথি শাকসহ নানা প্রকারের শাক বিক্রি হচ্ছে আঁটি ২০ থেকে ৩০ টাকা দরে।

 

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা সুহেল মিয়া বলেন, কয়েক দিন আবহাওয়া খারাপ থাকায় সবজির দাম বেড়েছে।

 

আরেক বিক্রেতা আমির হোসেন বলেন, ‘বৃষ্টি হলে তো এমনিতেই সবজির দাম বেড়ে যায়। আর এটা তো শীতকালের বৃষ্টি। দাম তো বাড়বেই।’

 

বাজার করতে আসা মিঠুন বিশ্বাস বলেন, ‘সবজির দাম কমতে শুরু করেছিল। ভাবছিলাম কমদামে সবজি পাওয়া যাবে। কিন্তু বৃষ্টির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়ছে।’

 

আরেক ক্রেতা মনির হোসেন শিকদার বলেন, ‘ব্যবসায়ীরা শুধু উসিলা খোঁজেন দাম বাড়ানোর। এখন ও শীত পুরোপুরি আসেনি, একটু বৃষ্টি হয়েছে, আর দাম বাড়িয়ে দিয়েছে।’

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, অতিরিক্ত দামে পন্য বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকারের অভিযান অব্যহত রয়েছে। জেলার শিবচরসহ বিভিন্ন স্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।

 

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version