-->
শিরোনাম

ভোলা মুক্ত দিবস পালন

ভোলা প্রতিনিধি
ভোলা মুক্ত দিবস পালন

র‌্যালি, আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে ভোলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

 

রোববার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে বেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ।

 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

 

পরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

 

১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। আর তখনই সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পতাকা লাগিয়ে ভোলা মুক্ত ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version