-->
শিরোনাম

মারিয়া হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
মারিয়া হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মাগুরা মহিলা কলেজের ছাত্রী মারিয়া খাতুনকে হত্যা ও গুমের সাথে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ ও মানববন্ধন হয়েছে।

 

রোববার সকালে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে মাগুরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মারিয়ার স্বজনরাও মানববন্ধনে অংশ নেয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, নিহত মারিয়ার ভাই জহিরুল ইসলামসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মারিয়ার হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

 

উল্লেখ্য, ১৭ অক্টোবর মারিয়া খাতুন তার গ্রামের বাড়ি নড়িহাটি থেকে মাগুরা সরকারি মহিলা কলেজে ভর্তির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। ১৫ নভেম্বর সদর উপজেলার গাংনালিয়া কুমার নদের উপর নির্মিত শাহ সুফি গরিব শাহ (র.) সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়। পরবর্তীতে নিখোঁজ মারিয়ার পরিবার এটি মারিয়ার মৃতদেহ হিসেবে চিহিৃত করে।

 

পরে পুলিশী তদন্তে মারিয়াকে খুনের অভিযোগে ৭ ডিসেম্বর শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের নবুয়াত আলী (৫০) ও তার ছেলে শশি আহমেদকে (১৯) গ্রেপ্তার করা হয়।

 

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version