দিনাজপুরের বিরামপুর উপজেলায় বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো বীজ বিতরণ করা হয়েছে।
রোববার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো বীজ বিতরণ করেছে।
উপজেলা কৃষি চত্বরে বীজ বিতরণ করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী প্রমুখ।
ভোরের আকাশ/ সু
মন্তব্য