-->

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আঞ্জুমান ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পণ্ডিত, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক খায়রুল ইসলাম, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থ্য সহকারী, নার্স ও সাংবাদিকবৃন্দ।

 

আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পণ্ডিত জানান, মোট ঠিকাদান কেন্দ্র ১৪৫টি, টিকাদান কর্মী ২৯০ জন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version