-->

কিশোরগঞ্জে পাগলা মসজিদের ৯টি দান বাক্স

সকল রেকর্ড ভেঙেছে

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে পাগলা মসজিদের ৯টি দান বাক্স
টাকা গণনা করছে মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার ছাত্ররা

কিশোরগঞ্জে অনেকগুলো ঐতিহ্যবাহী, খ্যাতি সম্পূর্ণ দর্শনীয় স্থান ও প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঐতিহাসিক পাগলা মসজিদের নাম বিরল দৃষ্টান্ত।

 

জানা গেছে, কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স ৩ মাস পরপর খোলা হয়। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৩ মাস ২০ দিন পর খোলা হয় দান বাক্সগুলো। ৯ টি দান বাক্সে খোলার পর ২৩ বস্তা টাকা পাওয়া যায়।

 

জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে দান বাক্সের টাকার বস্তাগুলো দোতলার মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়। এ কাজে কিশোরগঞ্জের রূপালী ব্যাংক শাখার ৬০ জন স্টাফ, মসজিদ কমপ্লেক্সে উপস্থিত মাদ্রাসার ১৪৩ ছাত্র ও ১০ জন শিক্ষক অংশ নিয়েছিল। টাকা গণনার তদারকি করেন, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ৫ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, আনসার সদস্য।

 

উৎসব মুখর পরিবেশে টাকা গণনার পর জানা যায়, সর্বমোট ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা নগদ পাওয়া গেছে।

 

আরও জানা যায়, ওই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ায়, মানুষ দেশ থেকে শুরু করে বিদেশ থেকেও ওইখানে সোনা, রুপা, হীরা, টাকা-পয়সা, গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি, ডিম দান করে থাকেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version