টাঙ্গাইলে ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশিদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ প্রতিপাদ্যে সোমবার(১৮ ডিসেম্বর) আন্তজার্তিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচি বাস্তবায়ন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
শহরের আশেকপুরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এসে অভিবাসী দিবসের আলোচনা সভায় মিলিত হয়।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল রানা।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধক্ষ্য মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/ সু
মন্তব্য