চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে যৌন হয়রানি (ইভটিজিং), মাদক, জঙ্গিবাদ, দূর্নীতি প্রতিরোধ, আত্নহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গাজেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথী মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। বর্তমান যুব সমাজকে মাদক মুক্ত করে গড়ে তুলতে হলে খেলাধুলার পাশাপাশি আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। আত্নহত্যা একটা মহাপাপ। এ থেকে বেরিয়ে আসতে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। আরো বক্তব্য দেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক আকিমুল ইসলাম, ইয়ুথ এ্যাসেম্বিলর সভাপতি মিথুন মাহমুদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।
ভোরের আকাশ/ সু
মন্তব্য