-->
শিরোনাম

ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের আখ মাড়াই মৌসুম শুরু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের আখ মাড়াই মৌসুম শুরু

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের (৪৮ তম) ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই মৌসুম শুরু করেছে।

 

শুক্রবার বিকাল ৪ টার দিকে ফরিদপুর চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। প্রধান ও বিশেষ অতিথিরা একযোগে ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের সূচনা করেন।

 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ জানান, চলতি মৌসুমে ৫০ কার্যদিবসে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬.২৫ শতাংশ চিনি আহরণ করে ৩ হাজার ১ শত ২৫ মেট্রিন টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর রোপন লক্ষমাত্রা ছিল ৫৫০০ একর এবং ২৫০০ একর জমি চাষের আওতায় আনা হয়েছে।

 

কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএসএফআইসি সদর দপ্তরের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম এনডিসি।

 

বিশেষ অতিথি ছিলেন, বিএসএফআইসি সদর দপ্তরের অপারেটিং ডিরেক্টর ফসুমি চৌধুরি রুহুল আমিন, মধুখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষী কল্যানের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, ফচিকের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আনিসুজ্জামান আখচাষী মোতালেব হোসেন ফকির প্রমুখ।

 

অনুষ্ঠানে সর্বোচ্চ আখ রোপন মাঝকান্দি কেন্দ্রের মিহির কুমার বসু কানাইপুর কেন্দ্রের আখচাষি আবুল কাশেম শেখে পুরুষ্কার প্রদান করা হয়।

 

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version