-->
শিরোনাম

মোংলায় নির্বাচনী অফিসে হামলা, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি
মোংলায় নির্বাচনী অফিসে হামলা, আহত ৩
রামপাল-মোংলায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে।
 
শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী নৌকা প্রতীকের কর্মী বেল্লাল সরদার জানান, উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে শুক্রবার গভীর রাতে ঈগল প্রতীকের কর্মী এনামুল সরদারের নেতৃত্বে বেশ কিছু সংখ্যক লোকজন হামলা চালায়।
 
তিনি জানান, ঈগল প্রতীকের লোকজন নৌকা প্রতীকের অফিসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের নৌকা প্রতীকের পোস্টার ছেড়ে ফেলার পাশাপাশি চেয়ারও ভাঙ্গেন। হামলার ঘটনায় নৌকা প্রতীকের কর্মী মহসিন, ফারুক ও জাহিদুল আহত হন। এ ঘটনার সময় ঈগল প্রতীকের প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ভাই বুলবুল ইজারাদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান নৌকা প্রতীকের কর্মীরা। ঈগল প্রতীকের কর্মীদের সাথে রাতে চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের কর্মীদের তিন দফা হট্টোগোলের সৃষ্টি হয়।
 
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা পর্যন্ত থেকে পরিস্থিতি শান্ত করেন।
 
এর আগে গত সপ্তাহে কয়েক দফায় ঈগল প্রতীকের কর্নীদের হামলায় পৌর শহরসহ উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় এখনও শেখ সাদী বাদল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া ঈগল প্রতীকের কর্মীদের হামলায় রামপালেও নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহত হন। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে।
 
এ ব্যাপারে ঈগল প্রতীকের প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বলেন, ঈগল প্রতীকের কেউ এখানে হামলা করেনি। কারা হামলা করেছে তা আমরা জানিনা। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
 
মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, চিলা বজারের ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ও আমরা নিজেরা গিয়ে সবার কথা শুনে উভয়কে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তারপরও এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হলে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এর আগে ২ পক্ষের সংঘর্ষে ঈগল প্রতিকের ৩ কর্মী আহত হয়। 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version