-->
শিরোনাম

রামুতে দেড়শো বছরের পুরনো ক্যাংয়ে আগুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 
রামুতে দেড়শো বছরের পুরনো ক্যাংয়ে আগুন

কক্সবাজারের রামুতে দুষ্কৃতকারীদের দেয়া আগুনে দেড়শো বছরের পুরনো ‘উসাইচেন বৌদ্ধ বিহার (বড় ক্যাং)’ নামের একটি বৌদ্ধ বিহারের সিঁড়ি পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আগুন দেয়ার সময় সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে দেখা যায় । সেটি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে , শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরি ‘উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং)’ পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভিতরে অবস্থানকারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

 

পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বৌদ্ধ বিহারটির ভিতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পরপরই আমাদের টিম সেখানে গিয়ে কাজ শুরু করেছে। পুলিশসহ প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে অবস্থান করছে। শনিবার সকালে পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রফিকুল বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে ওই সময় একজন ব্যক্তিকে অস্পষ্ট দেখা গিয়েছে , আমরা সেটি নিয়ে কাজ করছি।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version