-->
শিরোনাম

রোহিঙ্গা কমিউনিটি নেতাকে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
রোহিঙ্গা কমিউনিটি নেতাকে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা সাবমাঝি (কমিউনিটি নেতা)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

 

শনিবার উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত করিম উল্লাহ ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের এম ২৭ ব্লকের রোহিঙ্গাদের সাবেক নেতা করিম উল্লাহকে জবাই করে হত্যা করা হয়।

 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

 

এদিকে, রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে ক্যাম্পে আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্প এলাকাজুড়ে আঙ্কক ছড়িয়ে পড়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version