-->
শিরোনাম

কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে

শীতের দাপটে থরথর করে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কনকনে ঠান্ডায় মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। রাত যতই গড়ায় কুয়াশা ততই বাড়তে থাকে, সাথে বাতাস। আর যেন পড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির।

 

বিশেষ করে তীব্র শীত ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষ। পাশাপাশি গবাদি পশুও চরম দুর্ভোগে পড়েছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না। রাত থেকে সময় যত বাড়তে থাকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে প্রকৃতি এবং তা অব্যাহত থাকে পরদিন দুপুর পর্যন্ত। সকালের দিকে রোদের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা।

 

আর এদিকে ঘন কুয়াশায় সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় গত ৩ দিন হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়েছে।

 

পাশাপাশি হিমেল বাতাসে কারণে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় কমেছে রিকশাসহ অন্যান্য ছোট যান সেই সাথে লোকজনের আনাগোনা কমে গেছে। আর ক্রেতাদের আগমন না ঘটায় সন্ধ্যার পর থেকে অনেক দোকান আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে যাচ্ছেন না। গভীর রাত থেকে কুয়াশা বেড়ে সকাল গড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ছোট-বড় যানবাহন। বিশেষ করে রিকশা, ভ্যান ও অটোরিকশা সকালে বের হলেও যাত্রীর সংখ্যাও কম।

 

অটোরিকশা চালক আবুল হোসেন জানান, সকালে রিকশা বের করাই কঠিন হয়ে পড়েছে। বেলা ১১টার দিকে রিকশা বের করলেও তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসের কারণে রাস্তায় লোকজনর সংখ্যাও কম। রাস্তায় চলতে হচ্ছে সাবধানে। সেই সাথে আয়ের পরিমাণও কমে গেছে।

 

ভ্যানচালক জনি জানান, ভোরে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে পণ্য নিয়ে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। যেভাবে হাঁড় কাঁপানো ঠান্ডা পড়েছে, তাতে শ্রমজীবীরাও পড়েছে বিপাকে। কুয়াশা আর বাতাসের কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

 

এছাড়া এ প্রতিকুলতার মাঝেও মাঠে কাজ করছেন কৃষকরা। আবার অনেকেই কাজে যেতে দেরী করছেন। কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহে সকাল থেকেই মহাসড়কে তুলনামূলক ধীরে চলছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী পরিবহন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version