-->
শিরোনাম

সিলেমানপুর চরের বিলে খাল পুনর্খনন, জমির মালিকদের মুখে হাসি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
সিলেমানপুর চরের বিলে খাল পুনর্খনন, জমির মালিকদের মুখে হাসি
উদ্বোধন করেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

খুলনার পাইকগাছায় সিলেমানপুর পানি সরবরাহের একমাত্র খাল পুনর্খননের উদ্বোধনের ফলে হাজারও বিঘা জমির মালিক কৃষকদের মুখে হাসি ফুটেছে।

 

উপজেলার আগড়ঘাস্ত শিলেমানপুর এ বিলে পানি সরবরাহের পথটি বন্ধ থাকায় জমির মালিক কৃষকরা ছিল অসহায়। একমাত্র খালটি ভরাট হয়ে জমিতে পরিণত হয়। ফলে নদীর পানি উঠা নামায় ব্যাহত হওয়ায় দীর্ঘদিন পর এটা পুনর্খননের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সে মোতাবেক সোমবার সকালে এর উদ্বোধন করেন খুলনা-৬ এর নব নির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

 

প্রাথমিকভাবে ৬ লাখ টাকা নিয়ে সরকারি খাস জায়গায় এ খাল খননের কাজ শুরু করা হলো। পরবর্তীতে আরও বাজেট নিয়ে বিস্তর প্রকল্প নেয়া হবে বলে উপজেলা প্রশাসনের মাধ্যমে জানা গেছে।

 

খালের দৈর্ঘ্য ধরা হয়েছে ১.৬ কিলোমিটার, প্রস্থ ২৬ ফুট ও গভীরতা ৮ ফুট। এর ফলে এক হাজার বিঘা জমিতে পানি সরবরাহের সু-ব্যবস্থা নিশ্চিত হলো। এ উপলক্ষে চরের বিল স্লুইজ গেটের পাশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান গাজী।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, ইউএনও মুহাম্মদ আল-আমিন, প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ প্রোগ্রামার অফিসার এস এম ফেরদৌস। প্রভাষক আ. হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার, অব. প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড় ও ইউপি সদস্য বদরুল মোড়ল।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version