-->
শিরোনাম

নীলফামারীতে তাপমাত্রা ৮ দশমিক ৮

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল দুদিন বন্ধ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে তাপমাত্রা ৮ দশমিক ৮
ক্যাপশন : নীলফামারীতে চলছে শৈতপ্রবাহ

নীলফামারীতে সোমবার তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর ও ডিমলা আবহাওয়া অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।

 

আজ সোমবার ও মঙ্গলবার শীতজনিত এই ছুটির ঘোষণা দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

 

সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। বইছে হিমেল হাওয়া। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে কমেছে মানুষের চলাচল। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। বেলা গড়িয়ে সূর্যের দেখা মিললেও ঠান্ডার প্রকোপ কমেনি। শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার প্রকোপ বেশি।

 

সোমবার সকাল ছয়টায় জেলায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সৈয়দপুরের সর্বনিম্ন এবং ডিমলায় দ্বিতীয়। রোববার সকালে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা দশ দিন কুয়াশাচ্ছন্ন ছিল পুরো জেলা। এসময় সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমেছিল।

 

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারী তাপমাত্রা ৮.৮ ডিগ্রির নিচে থাকায় এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

 

অন্যদিকে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে সোমবার। মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। একই কথা জানান সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার।

 

এই ঘোষণা দেয়ায় বিলম্ব হওয়ায় খবর পাওয়ার আগেই অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে উপস্থিত হন। সেখানে জানতে পেরে ফিরে আসেন। ফলে শীতে ভোগান্তি পোহানোসহ বিড়ম্বনার শিকার হতে হয়। আবার অনেক প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস কার্যক্রম শুরু ও চালু রাখা হয়। এহেন সমন্বয়হীনতা দূর করার দাবি জানিয়েছেন সকলে।

 

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ১৮ জানুয়ারি ডিমলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর সোমবার সকাল ছয়টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

একই তথ্য জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। জানুয়ারি জুড়ে এমন আবহাওয়া থাকতে করতে পারে বলেও জানান তারা।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version