-->

দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি
চুরি হওয়া নবজাতক শিশুটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আল্লার দর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে ৩ দিনের নবজাতক শিশু চুরির অভিযোগ উঠেছে। বুধবার অনুমানিক দুপুর ১ টার পরে এ ঘটনা ঘটেছে। শিশুটি ভেড়ামারা উপজেলার মহিষাডড়া গ্রামের মসজিদ পাড়ার দিপু আলীর ছেলে।

বৃহস্পতিবার নবজাতকের পিতা দিপু আলী বলেন, ৫ ফেব্রুয়ারী দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুন ছেলে সন্তানের জন্ম দেয়। বুধবার দুপুরে আমার শাশুড়ী রহিমন নেছা আমার শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসেছিল। এমন সময় একটি মহিলা শিশুটিকে কোলে নিতে চায়। এমন সময় পানি আনার প্রয়োজন হলে শিশুটিকে ঐ মহিলার কোলে দিয়ে পানি আনতে যায় আমার শাশুড়ী রহিমন নেছা। তখনই আমার শিশুটিকে নিয়ে সেই অপরিচিত মহিলা চলে যায়। আমি এই ঘটনার তদন্ত করে আমার সন্তানকে ফেরত চাই।

এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নেই। আমরা সময় মত সকল কিছুর খোঁজ খবর রাখি। তবে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকেনা।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। নবজাতক উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version