টাঙ্গাইলের মধুপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার লক্ষ্যে রাইস ট্র্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে হাইব্রিড বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে মধুপুর কৃষি বিভাগ আয়োজিত ২০২৩/২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এসএল ৮ এইচ জাতের চারা রোপন কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এ সময় কৃষকদের নিয়ে আলোচনা সভায় মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল-মামুন রাসেল সভাপতিত্ব করেন। কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার ইভা সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইল জেলার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষিকর্মকর্তা আ. রহিম রাজু, তাপস কুমার সরকার, নরকোনা গ্রামের কৃষক শাহজাহান আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, পৌর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু।
পরে নরকোনা গ্রামে ১৫০ বিঘা জমিতেরাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম শুরু হয়। সমলয় পদ্ধতির চাষাবাদের ফলে একসাথে একই এলাকায় একই জাতের ফসল চাষের ফলে এক জমিতে বছরে তিনবার ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে কৃষকের।
ভোরের আকাশ/ সু
মন্তব্য