-->
শিরোনাম

জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান

রাজবাড়ী প্রতিনিধি
জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান

দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।

 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ‘মাই কেয়ার’ ও প্রফেসর ডা. জিন্নাত আরা নাসরিন, গোল্ড মেডেলিষ্ট ঢাকা মেডিকেল কলেজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার আয়োজনে তাদের নিজস্ব ক্যাম্পাসে ১২-২৫ বছর বয়সী ১৫জন নারীর মাঝে বিনামূল্যে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় ডোস টিকা প্রদান করা হয়।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাসের উপস্থিতিতে টিকা প্রদানে সহযোগিতা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বেদেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ দৌলতদিয়া শাখার ম্যানেজার মো. মুজিবুর রহমান জুয়েল, প্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব প্রমুখ।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version