-->
শিরোনাম

আখাউড়ায় নববধূকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়ায় নববধূকে গলাকেটে হত্যা
নববধূ তাসলিমা

বাসরঘরের কাঁচা ফুল শুকানোর আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাসলিমা নামের এক নববধূ। বিয়ের মাত্র ৫ম দিনের মাথায় তাসলিমাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নববধূ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা।

 

ঘাতক স্বামী আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল (২৮); সে সৌদি প্রবাসী। দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে।

 

স্থানীয়দের বরাতে ও তাসলিমার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭-৮ মাস পূর্বে হামিদুল ও তাসলিমার মোবাইল ফোনে বিয়ে হয়। পরে গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনে হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল। এসময় হামিদুলের বড় ভাই হানিফ বাধা দিলে তাকেও হামিদুল ছুরিকাঘাত করে বলে জানা যায়।

 

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো. নুরে আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতিমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version