-->
শিরোনাম

জ্বালানি সংকটে বন্ধ হওয়া সরকারি এ্যাম্বুলেন্স ফের চালু

রাজবাড়ী প্রতিনিধি
জ্বালানি সংকটে বন্ধ হওয়া সরকারি এ্যাম্বুলেন্স ফের চালু

জ্বালানি সংকটের কারণ দেখিয়ে চলতি মাসের ৫ ফেব্রুয়ারি থেকে সরকারি এ্যাম্বুলেন্সে রোগী বহন করা বন্ধ ছিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

 

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বসে ব্যক্তিগতভাবে জ্বালানী তেলের খরচ বহন করে আগামী জুন মাস পর্যন্ত জরুরী এ্যাম্বুলেন্স সেবা চালু রাখার ঘোষণা দেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি।

৫ ফেব্রুয়ারি নোটিশ দিয়ে এ্যাম্বলেন্স সেবা বন্ধ করে দেয় হাসপাতাল কতৃপক্ষ। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর নজরে আসলে তিনি বিষয়টি সমাধান করার অনুরোধ করেন উপজেলা চেয়ারম্যানকে। এরই আলোকে মো. মোস্তফা মুন্সি বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করে এ উদ্যোগ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট শাখা থেকে বরাদ্দ আসে বাৎসরিক ১০ লাখ টাকা। তা জানুয়ারি মাসেই শেষ হয়ে যায়। তাই বাধ্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version