-->
শিরোনাম

উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চান আশরাফ জামাদ্দার

টাঙ্গাইল প্রতিনিধি
উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চান আশরাফ জামাদ্দার

সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনার ঝড় বইছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য অনেক প্রার্থী চাঙ্গা হয়ে উঠেছেন। ভূঞাপুরে নির্বাচনি হাওয়া বইতে শুরু করায় ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে বিশ্লেষণ।

ভূঞাপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে যারা প্রার্থী হতে চান তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আশরাফ জামাদ্দার।

আশরাফ জামাদ্দারসহ তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তার সহধর্মীনি মোছা. মঞ্জুরা আশরাফ আওয়ামী লীগ নেত্রী। বড় ভাই মরহুম আ. শামছু জামাদ্দার, যিনি দীর্ঘ ১৮ বছর অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাচা আ. ছাত্তার জামাদ্দার, যিনি ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন। বড় ভাই তোফাজ্জল হোসেন টোকা পারিবারিক ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে অর্জুনা ইউনিয়ের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের পরিবার নিজ এলাকাসহ ভূঞাপুরবাসীর কল্যাণে পালন করছেন অগ্রণী ভূমিকা। এ কারণে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আশরাফ জামাদ্দারের জনসংযোগে ভূঞাপুরবাসী সহ বিভিন্ন অঞ্চলের জনসাধারণ সংগঠিত হচ্ছে তার পক্ষে। অবিরাম চলছে চা-স্টল ও জনসমাগমস্থলে আশরাফ জামাদ্দারের পক্ষে প্রচারণা।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version