-->
শিরোনাম

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন জহুর-মমতা মেমোরিয়ালের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১০টা ৩০ মিনিটে সংগঠনটির অফিস কক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসার মেধাবী ১০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম প্রদান করা হয়।

জহুর-মমতা মেমোরিয়ালের সভাপতি মোসলেহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, সদস্য রেজাউল করিম তালুকদার, মিয়াউল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন মীর, মো.রুহুল আমিনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রেণির দরিদ্র, মেধাবী পাঁচজন করে ১০০ শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম, চকলেট ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version