-->
শিরোনাম

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মেয়েকে বাঁচাতে দিনমজুর পিতা ঘুরছেন দ্বারে দ্বারে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খলিশাখালী গ্রামের দিনমজুর মো জলির শেখের মেয়ে ইয়াসমিন খানমের সাথে একই উপজেলার আড়পাড়া গ্রামের লোকমান জমাদ্দারের ছেলে ফয়সাল জমাদ্দারের ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইয়াসমিনের স্বামী ফয়সাল, শশুর লোকমান জমাদ্দার ও শাশুড়ী আরজিনা বেগম ইয়াসমিনকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। তারই ধারাবহিকতায় ৩০ জানুয়ারী বিকালে তারা ইয়াসমিনকে বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নিয়ে আসতে বলে। ইয়াছমিন তার বাবার আর্থিক অনটনের কথা জানিয়ে অক্ষমতা প্রকাশ করলে তারা ইয়াসমিনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে।

পরে প্রতিবেশীরা ইয়াসমিনের পিতামাতাকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় ইয়াসমিন নিজে বাদী হয়ে ৫ ফেব্রুয়ারী স্বামী ফয়সাল জমাদ্দার, শশুর লোকমান জমাদ্দার, শাশুড়ী আরজিনা বেগমকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫।

 

এদিকে মেয়ের বাবা দিনমজুর জলির শেখ জানান, মেয়েকে বাচাঁতে ঔষধ পথ্যের টাকা জোগাড় করতে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌফিক হাসান জানান, আসামীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version