-->

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মেন্টরদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মেন্টরদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মেন্টরদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
 
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নোয়াখালী জেলা প্রশাসক মো. দেওয়ান মাহবুবুর রহমান।
 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, এএসপি সদর সার্কেল মোর্তাসিম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো.জাহাঙ্গীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়  নোয়াখালীর সহকারী পরিচালক, মোহাম্মদ আবদুল হামিদ প্রমুখ।
 
 
বক্তারা বলেন, মাদক নিয়ে জনসচেতনতা এটি কেবল শিক্ষকের দায়িত্ব নয়, সকল শ্রেণীর মানুষকে কাজ করতে হবে। মাদকের অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষে এ প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতি নজর দেয়া এবং কুফল সম্পর্কে কাজ করার কথা বলেন। একই সাথে সকল মেন্টরদের নিজ নিজ অবস্থান থেকে মাদক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে একযোগে কাজ করার আহ্বান জানান। 
 
 
এসময় জেলার নয়টি উপজেলার শিক্ষক নেতা, মেন্টেনর এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version