-->
শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে’

গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেছেন, হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করে সকল মানুষের জন্য সুচিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

 

এসময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলেন।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রনয় ভূষন দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, শ্রীপুর থানার ওসি শাহ জামান।

 

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version