দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর আওতাধীন বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ মতামত ব্যক্ত করেন।
রোববার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুরস্থ প্রধান কার্যালয়ের হলরুমে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা শুনে তাদের সমাধান, সদত্তোর ও পরামর্শ প্রদান করেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল। এসময় তিনি গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং সোলার প্যানেল ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এতে আরো বক্তব্য দেন, ডিজিএম কামরুজ্জামান, ডিজিএম নূরুল ইসলাম, ডিজিএম (টেক.) রুহুল্লাহ, এজিএম আব্দুল হাকিম, এজিএম আবির চন্দ্র রায় প্রমুখ।
ভোরের আকাশ/মি
মন্তব্য