জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা গোস্বামী, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য রুমা সাহা, সুফিয়া ইয়াসমিন।
মানববন্ধনে নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াজ ইমরোজ অবন্তিকাকে উত্যক্তকারী ও আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষার্থী ও শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন অবন্তিকাকে আর যেন এভাবে জীবন দিতে না হয় কর্তৃপক্ষের কাছে সেই পরিবেশ তৈরি করার আহ্বান জানান।
ভোরের আকাশ/মি
মন্তব্য