-->
শিরোনাম

জমি দানকারীদের জন্য বিদ্যালয় কাল হয়ে দাঁড়িয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
জমি দানকারীদের জন্য বিদ্যালয় কাল হয়ে দাঁড়িয়েছে
ক্যাপশন: চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন জমি দানকারীদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করায় বেশ কয়েকটি পরিবার অবরুদ্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের জমিদানকারীরা প্রতিকার চেয়ে ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীরা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদানকারী সদস্যদের এবং বিদ্যালয়ের পাশে বসবাসকারী স্থানীয়দের চলাচলের পথ বন্ধ করে দিয়ে কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোর্তজা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত আলী সীমানা প্রাচীর দেওয়ার লক্ষে কাজ শুরু করেছে। সে সময় দাতা সদস্য এবং স্থানীয়রা আপত্তি জানায়। জমিদাতাদের এবং স্থানীয় বসবাসকারীদের সমস্যার কথা কর্ণপাত না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি মিলে প্রাচীর নির্মাণ কাজ চলমান রাখে। পরবর্তীতে ৬ মার্চ বিদ্যালয়ের জমিদাতা সদস্যরা এবং স্থানীয় কয়েকজন অসহায় পরিবার মিলে দামুড়হুদা ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 

দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আবু হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা শিক্ষা কমিটির মিটিং করেছি। মিটিংয়ে জমিদাতা সদস্যদের চলাচলের রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বরাবর চিঠি দেয়া হয়েছে।

 

এ বিষয়ে দামুড়হুদা ইউএনও রোকসানা মিতা বলেন, এ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের সাথে কথা বলে জনসাধারণের চলাচলের রাস্তা রেখে প্রাচীর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version