ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় জিদান নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হান নামের আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কড়ইবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিদান জিনোদপুর ইউনিয়নের বাশারুক গ্রামের বাতেন মিয়ার ছেলে এবং লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জিদান নামের শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় আহত হওয়া রায়হানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম ভোরের আকাশকে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য