-->
শিরোনাম

বিখ্যাত গীতিকার ও সুরকার মহি আল ভাণ্ডারীর ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো
বিখ্যাত গীতিকার ও সুরকার মহি আল ভাণ্ডারীর ইন্তেকাল

চট্টগ্রামের ফটিকছড়ির কৃতী সন্তান বিশিষ্ট গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন প্রকাশ মহি আল ভাণ্ডারী আজ রোববার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন। তিনি ১৯৪৪ সালে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আমির হোসেন এবং মাতা সৈয়দা আনোয়ারা বেগম।

 

সহস্রাধিক মাইজভাণ্ডারী, আঞ্চলিক, আধুনিক ও রাগসংগীতের রচয়িতা তিনি। সেই সঙ্গে সুরকার ও সুধীমহলে নন্দিত পরিবেশনকারী। তাঁর লিখিত কালজয়ী অসংখ্য গান রয়েছে। যে গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়।

 

‘অ জেডা ফইরার বাপ, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা,’ ‘আইতে নিজে কান্দিলি, যাইতে কান্দাবি স্বজন, দুই কান্দনের বাঁধনে তোর জীবন-মরণ’-এরকম অসংখ্য জনপ্রিয় গানের রচিয়তা তিনি।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version