-->

বাইকের তেলের ট্যাংকে ইয়াবাসহ পাচারকারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
বাইকের তেলের ট্যাংকে ইয়াবাসহ পাচারকারি আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে বাইকের তেলের ট্যাংকের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় চকরিয়া উপজেলার বাটাখালী ব্রীজের উপরে তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন, চকরিয়া থানার ওসি শেখ মো. আলী।

 

আটককৃত ইয়াবা পাচারকারী মো. করিম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।

 

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, চকরিয়া বাটাখালী ব্রীজের উপর থেকে বাইক নিয়ে ৪ হাজার ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়ার জন্য খলিল নামের এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি হয় পাচারকারি মো. করিমের। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম জানায়, ৮ হাজার টাকার বিনিময়ে সে ইয়াবা পাচারকাজে রাজি হয়। তার বাইকের তেলের ট্যাংকের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

 

ওসি আরও বলেন, এই ইয়াবা ব্যবসা ও পাচার কাজের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচার কাজে ব্যবহৃত বাইকটি জব্দ করা হয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version