যশোরের শার্শায় র্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হান গ্রেপ্তার হয়েছেন। বুধবার ভোররাতে শার্শার নাভারন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী রায়হান শার্শার যাদবপুর গ্রামের মো. আহম্মদের ছেলে।
বৃহস্পতিবার র্যাবের একটি সূত্র জানায়, রায়হান ২০১৭ সালের ৮ মে ৫শ’ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয়। ওই মামলায় ৭ মাস হাজতবাস করে জামিনে বের হয়ে আত্মগোপনে যায় তিনি। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর রায়হানের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেয় যশোরের একটি আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। র্যাব তাকে ধরতে অভিযানে নামে।
এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগীতায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য